kolkata

Apr 10 2023, 12:21

আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি


কলকাতা: গতকাল কলকাতার ICCR এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা সমাপ্ত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এই প্রদর্শনীতে ৭টি দেশ থেকে প্রায় সাড়ে ৩০০'র বেশি ছবি প্রদর্শিত হয়।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 09 2023, 13:20

তোলা চাওয়া কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ,আশঙ্কাজনক ৩


কলকাতা: তোলাবাজি কে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বেলঘড়িয়া এলাকা। কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এক অটোচালক ও তার দুই বন্ধুকে মারধর করল কামারহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রানা বিশ্বাস ও তার দলবল। ঘটনায় আহত হয়েছে ৩ যুবক।আহত যুবকরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কর্মী।তিনজন যুবকের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

আহত যুবকদের পরিবারের লোকজন অভিযুক্ত তৃণমূল নেতা রানা বিশ্বাসের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে।ক্যামেরার সামনে কিছু না বললেও গোটা ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাস।গোটা ঘটনায় মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব।ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।বিজেপি নেতা কিশোর কর বলেন," এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। কামারহাটি কেন এর থেকে বাদ যাবে।প্রশাসন দোষীদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে"। তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড।

এই ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের দুই কর্মীকে গ্রেফতার করেছে । অক্ষয় শর্মা ও ইন্দ্রজিৎ মহান্তি কে। এরা দুইজনই বেলঘড়িয়া ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডেরই তৃণমূল কর্মী ।

kolkata

Apr 08 2023, 19:41

*Duare Sarkar camps of Kalchini gram panchayat*


The Duare Sarkar camps of Kalchini gram panchayat in Kalchini block of Alipurduar were well decorated with flex banners and posters to spread awareness about the 33 state government welfare schemes and ensure the smooth and hassle-free delivery of government services. The administrative officials are working round-the-clock to provide on-time assistance to each and every person visiting the camp.

kolkata

Apr 08 2023, 19:15

*Duare Sarkar at Sitalkuchi block of Cooch Behar*


A large number of locals residing in Lalbazar gram panchayat, located in Sitalkuchi block of Cooch Behar, have visited the Duare Sarkar camp to explore the various welfare schemes offered by the state government led by the All India Trinamool Congress.

The Duare Sarkar initiative has been instrumental in helping people access essential services such as healthcare, education, and social welfare. By bringing government services to people's doorsteps, Duare Sarkar has made it easier for individuals to avail themselves of these benefits, especially those who live in remote or underprivileged areas.

kolkata

Apr 08 2023, 12:42

*বিজেপিতে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা*
বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরে প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে জেলা তৃণমূল কার্যালয়ে আসেন তাঁরা।

kolkata

Apr 08 2023, 12:28

প্রসঙ্গ : সাংবাদিক নিগ্রহ কামারহাটি
আজ কামারহাটিতে সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী তথা খরদহ বিধানসভার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়

kolkata

Apr 07 2023, 19:03

*MLA visit Duare Sarkar camp*


MLA Tajmul Hossain inspets the activities and oversees the hassle-free delivery of state government welfare schemes at Duare Sarkar camp in Harishchandrapur-II block.

kolkata

Apr 07 2023, 17:58

কলকাতায় ফটো গ্রাফি শো এর উদ্বোধন
কলকাতায় ফটো গ্রাফি শো এর উদ্বোধন ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 07 2023, 17:37

আন্তর্জাতিক স্থির চিত্র প্রদর্শনী


কলকাতা: ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে আজ কলকাতার আই সি সি আর এ শুরু হল তিন দিন ব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক স্থির চিত্র প্রদর্শনী। ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে এই প্রদর্শনীতে ছবি প্রকাশ পায়। আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৪ টে থেকে রাত্রি ৮ পর্যন্ত ছবির প্রদর্শনী চলবে।

kolkata

Apr 07 2023, 08:24

*আই পি এল ২০২৩:কে কে আরের জয়লাভ*


কলকাতা: দ্বিতীয় ইনিংসে আর সি বি ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপরে ভরসা করে শুরু করলেও বিরাটের আউট হয়ে যাওয়ার পরেই আর সি বি র ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। মাত্র ১২৩ রানে সব কটি উইকেট খুইয়ে ফেলে তারা। ফলে কে কে আর ৮১ রানে এই ম্যাচ জয়লাভ করে। কে কে আর এর তরফ থেকে শার্দুল ঠাকুর ম্যান অফ দি ম্যাচ ঘোষিত হন।

ম্যাচের শেষে কে কে আর এর সিইও তথা চলচিত্র অভিনেতা শাহারুখ খান পুরো ইডেন ঘুরে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

ছবি: সঞ্জয় হাজরা।